বেটার বাংলাদেশ সম্পর্কে

    card-isssue-img
    আমরা চাই উন্নত বাংলাদেশ

    'বেটার বাংলাদেশ' একটি প্রগতিশীল প্রচার মাধ্যম, যেখানে নৈত্যনৈমিত্তিক সামাজিক অসংগতিগুলো প্রকাশের মাধ্যমে আমরা সবাই সচেতনাবৃদ্ধি এবং সমাধানের ব্যবস্থা করতে পারি। । একজনের মাধ্যমে হলেও যেন এই প্রতিবন্ধকতার পাহাড় দুর করার কাজটা আমরা শুরু করতে পারি, যাকিনা পরবর্তিতে সামষ্টিক চেতনায় রুপান্তরিত হতে পারে। সকলের মূল্যবান মতামতের ভিত্তিতে সমাজের আকাংখিত পরিবর্তন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আনয়নের লক্ষ্যেই আমাদের উদ্দেশ্য।

    আমাদের এই উদ্যোগে আপনাদের সকলের অকুণ্ঠ সহায়তা আমাদের কাম্য।

    বেটার বাংলাদেশ- এরিটস লিমিটেড এর মানসকন্যা। পরিবর্তিত এবং আধুনিক বাংলাদেশ গঠনে একঝাঁক নিবেদিতপ্রাণ ডেভেলপার দের নিয়ে আমাদের এই পথচলা,যা কিনা সকালের সামষ্টিক অংশগ্রহনের মাধমে এই পরিবর্তনের আন্দোলনের একটি উজ্জ্বল পথিকৃত হিসেবে ভূমিকা পালন করবে।